https://shikhabd.com/google0928d57da4654288.html

ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাংগীর আলম জননিরাপত্তায়


Shikha BD প্রকাশের সময় : মে ২২, ২০২৪, ৫:৪৬ পূর্বাহ্ন /
ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাংগীর আলম জননিরাপত্তায়

সচিব পদে পদোন্নতি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ মে থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করেছে সরকার।

২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন।

বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন মো. জাহাংগীর আলম।