https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সমাজসেবী রাজনীতিবিদ মোঃ বদরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রশিদ বাবুল।
১৪ মে মঙ্গলবার বিকেলে দাউদপুর ইউনিয়নের দাউদপুর চৌধুরী বাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুলের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামকে এ সংবর্ধনা প্রদান করেন সমর্থকবৃন্দ।
এসম উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আফতাব আলী, লিটন আহমেদ, মাজহারুল ইসলাম কিনু, হাকিম আহমদ, স্বপ্নন সহ অসংখ্য সমর্থকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামকে দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণ মনে প্রাণে ভালোবাসেন বলেই নির্বাচনে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছে। জনগণের আশা আকাংখা পুরনোর মাধ্যমে উপজেলার উন্নয়ণ কার্যক্রম তিনি আরো গতিশীল করবেন।
বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুল প্রবাসে থেকেও নির্বাচনীকালীন সময়ে বদরুল ইসলামের টেলিফোন মার্কার পক্ষে প্রচার-প্রচারণার পাশাপাশি বাংলাদেশের ভোটারদের ভোট দেওয়ার জন্য অনুরুধ করায় ভোটারগণ বিজয়ী করেছেন। দক্ষিণ সুরমার উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বিজয়ী হওয়ায় পর যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ বাবুলের সংবর্ধনা প্রদান করা প্রসংশনীয়।
বক্তারা বলেন, নবনির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলামের নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরো তরান্বিত হওয়ার মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা স্মার্ট ও মডেল হিসেবে রুপান্তর হবে।
এর আগে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম দাউদপুর চৌধুরী বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও ব্যক্তি সমর্থনদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন :