https://shikhabd.com/google0928d57da4654288.html

খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যসম্মত এবং দায়িত্বশীল করে তোলে: অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন /
খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যসম্মত এবং দায়িত্বশীল করে তোলে: অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বলেছেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যসম্মত এবং দায়িত্বশীল করে তোলে। আমি মনে করি, জাতীয় ব্যাডমিন্টন কোচ শিব্বির আহমদের এই একাডেমি থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে। তিনি বলেন, নতুন জার্সি শুধুমাত্র একটি পোশাক নয়; এটি ঐক্য, উদ্দীপনা ও সাফল্যের প্রতীক। আজকের এই জার্সি বিতরণ একাডেমির খেলোয়াড়দের মধ্যে আরও উদ্যম ও একতাবদ্ধতা আনবে। আমি একাডেমির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
তিনি বুধবার (২২ জানুয়ারি) রাতে নগরীর উপশহরস্থ আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সে আয়োাজিত সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এক্স ব্যাডমিন্টন প্লেয়ার কমিটির সাধারণ সম্পাদক সভাপতি করেন লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদের পরিচালনায় অতিথি হিসেবে সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, এক্স ব্যাডমিন্টন প্লেয়ার কমিটির সভাপতি লোকমান আহমদ, আল মদিনা ট্রাভেলসের সত্ত্বাধিকারী সুলতান খান, ফয়েজ হাসান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। সিলেট ব্যাডমিন্টন একাডেমিকে নতুন জার্সি স্পন্সর করেন ইউএসএ প্রবাসী শামীম আহমদ। বিজ্ঞপ্তি