https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের বিশিষ্ট যুবসংঠক ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী ও জীবন সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ।
গতকাল দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির অফিসে সৌজন্য সাক্ষাৎকালে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল-কে ফুলের শুভেচ্ছা জানান ইসমত ইবনে ইসহাক সানজিদ। এছাড়াও আইনজীবী সমিতির নবনির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
এ সময় সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, আইন পেশা কোন সাধারণ একটি পেশা নয়। এটি সমাজের অসহায় মানুষকে সেবার একটি মাধ্যম। সমাজের নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। আইনজীবীরা সেখানে অসহায় মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করেন। তিনি বলেন, কারো একার পক্ষে সমাজকে বদলে দেওয়া সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :