https://shikhabd.com/google0928d57da4654288.html

আসফ’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন /
আসফ’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান গত ২১ জানুয়ারি মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)’র নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের প্রফেসর ও ইসটিচিং আল-সোরার এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এমদাদুল হক খান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন আসফ’র কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঢাকা ডিস্ট্রিকের ডিস্ট্রিক চীপ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ লোকমান সাইফি। উদ্ভোধকের বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ, আইন কমিশনের সচিব ও আসফ ঢাকা ডিস্ট্রিক’র প্রধান উপদেষ্টা ডি.এম সরকার।
কবি মুহাম্মদ মাছুম বিল্লাহ, কাজী আজিজুল হক, নুসরাত জাহান নিশাত ও তানভির জাহান বর্ষা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসফ’র কেন্দ্রীয় উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) প্রফেসর ডাঃ এ কে এম মাহবুবুল হক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার, সিলিয়া ফ্যাশন ওয়াল্ড লিঃ উত্তরা ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক সাঈদ, আসফ’র কেন্দ্রীয় পরিচালক আহমেদ হোসেন চাঁন, আবুল খায়ের খান, মোঃ আমিনুল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ, পারফেক্ট পাওয়ার গ্লাস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ইঞ্জনিয়ার জুনায়েদ রহমান সুমন, আসফ ঢাকা বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান জিসান, খুলনা বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শামিম, ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক চীপ জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা ও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ মনসুর, রূপসীবাংলা বিজনেস ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ডাঃ এম.এস.এইচ রানা।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট জেলা সভাপতি আব্দুল মুমিন মামুন, সাধারণ সম্পাদক সোহেবুল হক শোয়েব, সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ নজমুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবরুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে কয়েক শতাধিক মানবাধিকার কর্মী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে গুণিজনদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা করতে হলে মানুষকে তার নিজের এবং পরিবারের সদস্যদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তা হলেই সমাজিক ও রাষ্ট্রীয়ভাবে মানবাধিকার রক্ষা করা যাবে। বাংলাদেশে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ যার সংবিধানে মানুষের অধিকারের বিষয়গুলো পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। সংবিধানের আলোকে দেশে অনেক আইন, নীতিমালা ও সেবার ব্যবস্থা করা হয়েছে ঠিকই কিন্তু কিছু ক্ষেত্রে এখনো আমরা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারিনি। মানবাধিকার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান বক্তারা।