https://shikhabd.com/google0928d57da4654288.html

মোটর শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক আবদাল হোসেন আফজলের স্বেচ্ছায় পদত্যাগ


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন /
মোটর শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক আবদাল হোসেন আফজলের স্বেচ্ছায় পদত্যাগ

জাতীয় মোটর শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. আবদাল হোসেন আফজল ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “দলের প্রতি আমার আস্থা চির অটল ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব ছিল, তা আমি যথাসাধ্য পালনের চেষ্টা করেছি। তিনি আরও বলেন, যদি আমার দ্বারা কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে দলের নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তিগত কারণে আমি বর্তমানে এ পদে দায়িত্ব পালন করতে পারছি না। বিজ্ঞপ্তি