https://shikhabd.com/google0928d57da4654288.html

শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে সিলেটে যুবদলের দোয়া মাহফিল


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন /
শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে সিলেটে যুবদলের দোয়া মাহফিল

সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বাদ আছর সিলেটের জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি মইনুল ইসলাম, সোহেল মাহমুদ, মো. হেয়ায়েত উল্লাহ হিরণ, জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা জাহেদুর রহমান, মহানগরের সহ-সভাপতি মো. সুরুজ আলী, জেলার সহ-সভাপতি জুবায়ের আহমদ, মহনগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মো. এখলাসুর রহমান মুন্না, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজাল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মিয়া, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলু, ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ খান জুনেদ, জাহিদ হাসান, মো. রজব আহমদ, মো. আব্দুল ওয়াহিদ, মো. নূর উদ্দিন খান হাসান, মহানগরের সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, মো. ছবরুল ইসলাম, মো. রাহাত আহমদ টিপু, মো. ইকবাল আহমদ মাসুম, শরীফ আহমদ, মো. হোসেনুর রহমান রিজভী, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলিউর রহমান আলী, অ্যাডভোকেট মো. কামরুল আমিন, মো. ফাহিম, আলিম উদ্দিন রানা, মহানগরের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারহান রাহাত রাসেল, জেলার সহ-ক্রীড়া সম্পাদক সৈয়দ মজনু মিয়া, মহানগরের সহ-সমাজ কল্যাণ বিষয়ক মো. আব্দুল আহাদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. মোক্তার আহমদ রাফি, জেলার সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, মহানগরের সহ-তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন সানাজ, জেলার সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান প্রমুখ।