https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্বা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মফিক ও গীতা পাঠ করেন অধ্যাপক নন্দলাল শর্মা। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক এডভোকেট মো.সাইফুর রহমান।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, হাজী এম এ মতিন, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নন্দলাল শর্মা, অধ্যক্ষ প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, অধ্যাপক মো. মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসিম উদ্দিন, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, সমিতির সহসভাপতি মো. রুস্তম খান, সাবেক সেক্রেটারি মো. সিকন্দর আলী, সংবর্ধিত সমিতির জীবন সদস্য অধ্যক্ষ ডা. জাবেদ জিল্লুল বারী ও লন্ডন বরো অব বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর মুহিব চৌধুরী ।
পেশকৃত উভয় প্রতিবেদনের উপর মতামত ও পরামর্শ প্রদান করেন সমতির জীবন সদস্য মো. আব্দুল ওয়াহিদ, মতিলাল মালাকার, সৈয়দ কামাল আহমদ বাবু, মাওলানা ফিরোজ উদ্দিন, জহির হোসেন, ডা. হোসাইন আহমদ, মো. সোয়েব আহমদ, পারভেজ আলম, আমিরুল ইসলাম শাহেদ, আবু হেলাল চৌধুরী সুফিয়ান। অনুষ্ঠানে সমিতির জীবন সদস্য, সিলেটের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাবেদ জিল্লুল বারী হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হওয়ায় তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং লন্ডন বরো অব বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর মুহিব চৌধুরীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির ২০২৫–২০২৬ সেশনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আজিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। মৌলভীবাজার সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যগণ হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহসভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী ও এডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাশ, প্রচার সম্পাদক প্রভাষক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মো.বাবুল সিদ্দিকী , সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মো. আবুল ফজল চৌধুরী , নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর রাসেল,চৌধুরী এনায়েত মাওলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ ও মো. রইছ উদ্দিন।
সাধারণ সভায় বক্তারা মৌলভীবাজারের অতীত ঐহিত্য তুলে ধরার লক্ষে সিলেটস্থ মৌলভীবাজার সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহবান জানান। বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, মৌলভীবাজার সমিতিকে এগিয়ে নিতে সিলেট নগরীতে একটি স্থায়ী কার্যালয় স্থাপনসহ সমিতির সকল সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী মৌলভীবাজারবাসীর প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতিকে আরো এগিয়ে নেয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :