https://shikhabd.com/google0928d57da4654288.html

উইমেন চেম্বারের পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন /
উইমেন চেম্বারের পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

বাঙালির রসনাব্যঞ্জনের প্রিয় একটি নাম পিঠা। পেট ভরুক আর না ভরুক মনমাতানো চোখ ধাধানো বাহারি পিঠার দিনকে মনে করিয়ে দিল সিলেটে আবারও পিঠা উৎসবের মধ্য দিয়ে। প্রতি বারের মতো সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবারও আয়োজন করে দুইদিন ব্যাপী পিঠা উৎসবের।

গত ১৭ ও ১৮ জানুয়ারি সিলেট পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় দিনে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ১৮ জানুয়ারি বিকেল ৪.৪৫ মিনিটে সিলেট পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণে  বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রান্ত দাসের  সঞ্চালনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ হঠাৎ দেখা, জসীমউদ্দিন হাসুর ‘ আমার বাড়ি যাইও ‘ উৎপল কুমার ধারার ‘ যেথা মন টানে’ শ্রীমন্তর ‘ শীত এসেছে ‘ ও সুনন্দা ঢালির ‘ পিঠার পাঁচালী ‘ কবিতায় দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, প্রিয়ন্তু, নিনো, প্রান্ত, আদিত্য, ত্রিদিব, অর্পা, বিথী, তাইবা, সিনথিয়া, রাজশ্রী, ঐশিকা ও মরিয়ম সুলতানা।