https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট জেলা বারের নব নির্বাচিতদের মানবাধিকার ফাউন্ডেশনের অভিনন্দন


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন /
সিলেট জেলা বারের নব নির্বাচিতদের মানবাধিকার ফাউন্ডেশনের অভিনন্দন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নব নির্বাচিত সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের সহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নব নির্বাচিত সভাপতির নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান তারা।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত কমিটি সুন্দর বিচার ব্যবস্থা ও আইনজীনদের সুরক্ষায় একনিষ্টভাবে কাজ করবেন। আমরা আশা করি, নেতৃবৃন্দরা আইন ও মানবাধিকার সুরক্ষায় বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাবেন। আমাদের সমাজে সুশৃঙ্খলভাবে বিচার ব্যবস্থা তাদের এ বিজয়ে গড়ে উঠবে।
শুভেচ্ছাজ্ঞাপনকারী নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, শিল্পপতি আখতার হোসেন, আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম দিনেশ, হুমায়ুন কবির শাহীন আহমদ, এইচ আহমদ জীবন, হাজী আলী আকবর, এডভোকেট মখদ্দছ আলী, দিলোয়ার হোসেন রাজা, আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি