https://shikhabd.com/google0928d57da4654288.html

মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা শুক্রবার


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন /
মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা শুক্রবার

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সমিতি কর্তৃক গৃহীত বিগত বছরের কার্যক্রমের বিবরণ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে এবং সম্পাদিত কার্যক্রমের উপর জীবন সদস্যগণ তাদের মতামত ব্যক্ত করবেন। তাছাড়া, ২০২৫–২০২৬ সেশনের জন্য সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নাম ও পরিচিতি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা করা হবে।
মৌলভীবাজারবাসীর এ মিলনমেলায় সমিতির উপদেষ্টা, বর্তমান ও বিগত কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ জীবন সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।