https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা কমিটি গঠনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ১:১৪ অপরাহ্ন /
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা   কমিটি গঠনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

সিলেট মহানগর আওতাধীন ৬টি মডেল থানায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের উদ্যোগে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন মর্মে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের দলীয় ফরম পূরণ করে তাদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত জমা দিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি এবং সদস্য সচিব আফসর খান বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতন ও দমন-পীড়নের পরও আমাদের নেতাকর্মীরা জাতীয় আদর্শে অবিচল থেকেছেন। আগামী দিনে থানাভিত্তিক কমিটির মাধ্যমে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটি গঠনের প্রক্রিয়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি যোগ করবে এবং দলের ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় হবে।
এদিকে সিলেট কোতোয়ালী থানার টিম লিডার রুনু আহমদ, দক্ষিণ সুরমার টিম লিডার মাছুম ইবনে রাজ্জাক রুমেল, মোগলাবাজার থানার টিম লিডার আজিজ খান সজিব, শাহপরাণ (র.) থানার টিম লিডার আব্দুল হাসিম জাকারিয়া, বিমানবন্দর থানার টিম লিডার ওসমান হারুন পনি এবং জালালাবাদ থানার টিম লিডার সৈয়দ আমির আলীর কাছে নিজ নিজ থানার নেতাকর্মীরা ফরম দিচ্ছেন। কোতোয়ালী থানায় ইতিমধ্যে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ফরম জমা দিয়েছেন। অন্য থানাগুলোর ক্ষেত্রে এই সংখ্যা হাজার ছাড়িয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে সিলেট মহানগর আওতাধীন ৬টি মডেল থানায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের আহ্বান করা হয়েছে। এর পর থেকে দলীয় নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত জমা দিয়ে যাচ্ছেন।