https://shikhabd.com/google0928d57da4654288.html
লোভাছড়া সহ সকল পাথর কোয়ারি খুলে দেওয়ায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজি নং সিলেট-৮০) এর উদ্যোগে এক শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কানাইঘাটের মুলাগুল নয়াবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব নূর উদ্দিন মড়া মিয়া, সংগঠনের অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার। এছাড়াও সভায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ-জাতি ও শ্রমিকদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।
সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে বলেন, পাথর কোয়ারি খুলে দেওয়ায় শ্রমজীবী মেহনতি মানুষরা কাজকর্ম করে পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে হাসিমুখে জীবনযাপনের সুযোগ পেয়েছেন। পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ায় বেকার দিনমজুররা যেমন আয় রোজগারের সুযোগ পেয়েছেন তেমনি সরকারের রাজস্ব খাত সমৃদ্ধ হবে।
আপনার মতামত লিখুন :