https://shikhabd.com/google0928d57da4654288.html

তাফসীরুল কুরআন মাহফিলে বিশৃঙ্খলাকারীরা সিলেটবাসীকে অপমান করেছে: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন /
তাফসীরুল কুরআন মাহফিলে বিশৃঙ্খলাকারীরা সিলেটবাসীকে অপমান করেছে: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

আনজুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ময়দানে মাহফিলের সমাপনী দিনে আন্তুর্জাতিক মুফাসসিরে কোরআন ও আন্তর্জাতিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির বক্তব্য চলাকালে মঞ্চের সামনে কতিপয় লোকের হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনায় অদ্য রোববার বেলা ২ঘটিকায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিক্রিয়া সভা কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, এই ঘটনায় গোটা সিলেটবাসীকে অপমান করা হয়েছে। সচেতন মহল মনে করেন এই বিশৃঙ্খলাকারীদেরকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন দেখতে চায় সিলেটবাসী। পাশাপাশি এই বিশৃঙ্খলাকারীদের নেপথ্যের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। লাখো শহীদের রক্তে কেনা এই বাংলাদেশে যেকোন ধর্মীয় ও সভা সমাবেশ করার অধিকার গণমানুষের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যারা ব্যাহত করার কাজে লিপ্ত তারা বাক-স্বাধীনতাকে দমন করার প্রক্রিয়ায় লিপ্ত। সভায় সব ধরনের ধর্মীয় সভা ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্থার কার্যক্রমে যারাই বাধা সৃষ্টি করবে তাহারাই বায়ান্ন, একাত্তর ও বিশ-চব্বিশের দুনিয়া কাঁপানো ৫ই আগস্টের চেতনা বিরোধী।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট , সাংগঠনিক সম্পাদক ডা. অরুন কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মতোয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য, আব্দুল গফুর, অরুন দেবনাথ এডভোকেট, রফিকুল ইসলাম শিতাব, ড. চিন্ময় দাস, ব্যবসায়ী নেতা লায়েক মিয়া, আফসারুজ্জামান আফসার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিজাজ কুদ্দুস খান, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, হেলাল আহমদ চৌধুরী, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, শেখ মোহাম্মদ দিপু, কাওসার বখত রাসেল, আরিফুল ইসলাম নাহিদ, রেজাউল করিম লিটন প্রমুখ।