https://shikhabd.com/google0928d57da4654288.html

আব্দুল কাইয়ুম জালালী পংকি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন /
আব্দুল কাইয়ুম জালালী পংকি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি গণমানুষের দল, দেশের দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে ও দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে কাজ করাই এ দেশের লক্ষ। তাই বিএনপি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থমতো কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কষ্ট লাঘবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাঁরই নির্দেশনা মোতাবেক দলীয় ও ব্যক্তগত উদ্যোগে সারাদেশে জাতীয়তাবাদী শক্তি শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি বলেন, এই শীতে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব। তাই হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা উচিত।
তিনি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নিজ উদ্যোগে ভাতালীয়স্থ তাঁর বাড়িতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করছে। বিএনপি মানবতাবাদী দল। বিএনপি যে অবস্থানেই থাকুক না কেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে। তিনি বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। তাদের কথা চিন্তা করে তারেক রহমানের নির্দেশে আমরা সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি।
সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক রাজীব কুমার দে রাজু, সাবেক জেলা গণশিক্ষা বিষয় সম্পাদক হুমায়ুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক আবুস সাঈদ মো. তায়েফ।
আরোও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, রেজাউল ইসলাম টুটুল, হোসেইনুর রহমান রিজভী, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বাবলা, আশিক নূর, হামিদুর রহমান সুমন, রিপন আহমদ, আব্দুর রহমান মতছির, এম এস হাসান, শাকিল আহমদ, আমিনুর রহমান রাবেল, সুহানুর রহমান খোকন, টিপু আহমদ প্রমুখ।