https://shikhabd.com/google0928d57da4654288.html

হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শন করলেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ ইয়াকুব আল আব্বাসী


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ২:১৪ অপরাহ্ন /
হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শন করলেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ ইয়াকুব আল আব্বাসী

সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের আলমপুর মণিপুর এলাকায় মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় হাজী ফিরোজ মিয়া জামে মসজিদ পরিদর্শণে যান তিনি। পরিদর্শন শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
উল্লেখ্য, এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি মরহুম হাজী মো. ফিরোজ মিয়ার পরিবারের উদ্যোগে ও হাজী ফিরোজ মিয়া কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসী।
মসজিদ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালি, দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী, লন্ডন প্রবাসী মো. দেলোয়ার হোসেন দিলু, লন্ডন প্রবাসী মাওলানা শায়খ ফরিদ খান, মরহুম হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সুমন, আলমপুর জামে মসজিদ কমিটির মোতওয়াল্লী মো. ফয়সল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, সুদৃষ্টি’র সভাপতি মো. নজির আহমদ, আরহান ইসলাম, জসীমউদ্দীন, কয়েস আহমদ, সুয়েল আহমদ, মাহের আহমদ প্রমুখ।