https://shikhabd.com/google0928d57da4654288.html

মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের খাবার বিতরণ


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন /
মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের খাবার বিতরণ

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে হাজী আসগর আলী হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় হাজী আসগর আলী হাফিজিয়া মাদ্রাসায় ক্লাব মেম্বার রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হকের সৌজন্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমেদের পরিচালনায় খাবার বিতরণকালে বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দীন, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান বাহা উদ্দীন বাহার আরএফএসএম, ক্লাব জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তুম,সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান বদরুজ্জামান চৌধুরী,ক্লাব সদস্য রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক,ক্লাব সদস্য রোটারিয়ান আমিনুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম আবু মুহাম্মদ ইয়াহ ইয়া, শিক্ষা সচিব মুশতাক আহমদ চৌধুরী, হাসান আহমদ প্রমুখ।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে শুধু নিজেদের নয়, বরং সমাজ ও জাতির নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। তাদের সঠিক দিকনির্দেশনা এবং মানসিক বিকাশে সহায়তা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শিক্ষার প্রতিটি ক্ষেত্রই সমান গুরুত্বপূর্ণ। মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, বরং মানবিক মূল্যবোধ এবং সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। তাদের শিক্ষা ও উন্নয়নে সহযোগিতা করলে তারা একদিন সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে। আমাদের উচিত মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। তারা যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়, সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। বক্তারা সমাজের বিত্তশালীদের এই ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি