https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ।
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেনু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের সভাপতি মুহিবুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত শ্রমিক নেতা হোসেন আহমদ, মিজানুর রহমান মোল্লা, কাঞ্চন মিয়া, বাহার উদ্দিন, দ্বীন ইসলাম, আবুল কাশেম, হাবিবুর রহমান, আব্দুজ জব্বার, আক্কাস আলী, কাওসার আহমদ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ২০২৫-২৬ সেশনের কার্যকরি  কমিটির নাম ঘোষণা করেন।
নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন, সভাপতি মুহিবুর রহমান শামীম, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমদ, অফিস সম্পাদক আলমগীর হোসেন সালমান, সদস্য জহুরুল ইসলাম, রুবেল আহমদ, বাহার উদ্দিন, আক্কাস আলী।
সংগঠনের বালুচর ইউনিট সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ হাবিব মিয়া। শাহী ঈদগাহ ইউনিট সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমান, কোষাধ্যক্ষ রুবেল আহমদ, চৌকিদেখী ইউনিট সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদ বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ কাওসার আহমদ, সুবিদবাজার ইউনিট সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আক্কাস আলী, কোষাধ্যক্ষ সিদ্দিক খান, কানিশাইল ইউনিট সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাবু মিয়া, কোষাধ্যক্ষ জুয়েল মিয়া, শেখঘাট মজুমদারপাড়া ইউনিট সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ কাওসার আহমদ, মিরাপাড়া দাওয়াতি ইউনিট সভাপতি আব্দুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ নুনু মিয়া।
সম্মেলনে বক্তারা বলেন, মেহনতি শ্রমিকরা সৎভাবে জীবিকা অর্জনের পাশাপাশি সর্বমহলে ইসলামের দাওয়াত পৌছে দিয়ে কোরআনের আলোকে জীবন গড়তে কাজ করতে হবে। শ্রমিকরা বৈষম্য, নির্যাতনের শিকার হতে হচ্ছেন। সেদিকে সর্বমহলের শ্রমিকগণ সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি