https://shikhabd.com/google0928d57da4654288.html

সিটি মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন /
সিটি মডেল স্কুলে উৎসবমুখর   পরিবেশে বই বিতরণ উৎসব

বছরের প্রথম দিনই অর্থাৎ ১ জানুয়ারি সিটি মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে আনন্দমুখর বই উৎসব ২০২৫। প্রতি বছরের মতো এবারও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের জন্য একটি উৎসবমুখর পরিবেশে বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, যাতে তারা নতুন বছরের পাঠ্যবইয়ের সাথে পরিচিত হতে পারে।
সিটি মডেল স্কুলের বই উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা এতিমখানা, পাঠানটুলা, সিলেট এর সুপারিনটেনডেন্ট মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলাউদ্দিন যিনি তার বক্তব্যে বলেন, “বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, যা তাদের শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সাবেক অতিরিক্ত জি.পি এডভোকেট বিনয় ভুষন দাস ও ৩৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মডেল স্কুল ও সিটি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন যিনি বক্তব্যে বলেন, “বই মানব জীবনকে আলোকিত করে। আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের পাঠ্যবইয়ের মাধ্যমে ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”
উৎসবে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশি হয়ে নিজেদের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষকরাও নতুন পাঠ্যবই নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন, যাতে তারা ভালোভাবে পাঠ্যবই পড়তে এবং শিক্ষার প্রতি মনোযোগী হতে পারে।
এছাড়া, স্কুলে বিশেষ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের সহায়ক বই, বিজ্ঞান বই, ইংরেজি সাহিত্য এবং গণিতের বইও বিতরণ করা হয়। বিদ্যালয়ের অভিভাবকরা এই বই উৎসবের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশের জন্য এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
বই উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা। সিটি মডেল স্কুলের পক্ষ থেকে এবারের বই উৎসবকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছে বলেন অনুষ্ঠানের সঞ্চালক ও উপস্থাপক, সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি