https://shikhabd.com/google0928d57da4654288.html

বিজয় দিবসের চেতনায় শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন /
বিজয় দিবসের চেতনায় শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য

সিটি মডেল স্কুলের আয়োজনে এবং সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উক্ত প্রতিযোগিতায় সিলেটের স্বনামধন্য প্রায় ২০টি স্কুলের স্কুলগামী শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতার জন্য বিশেষভাবে পুরস্কৃত হন। উপস্থিত বক্তব্য, চিত্রাঙ্কন, সঙ্গীত, যেমন খুশি তেমন সাজ, আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া, স্কুলের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়। তাদের অদম্য পরিশ্রম ও একাগ্রতা স্কুলে একটি আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষভাবে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সম্মাননা প্রদান করা হয়। এই দিনটি তাদের জন্য বিশেষ গৌরবময় মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক সব্যসাচী দত্ত, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থসারথি নাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি মডেল স্কুল ও সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন যিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎসাহিত করে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের ছাত্র—ছাত্রীরা আগামী দিনের নেতা। তাদের মধ্যে দেশপ্রেম, সততা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে হবে, তবেই আগামীতে আমাদের জাতি উন্নতির শিখরে পৌঁছাবে।”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবকরা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সিটি মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী।
অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং স্কুলের উন্নয়নমূলক কার্যক্রমে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষামূলক, যা সকলের মনকে আরও উজ্জীবিত করেছে এবং বিজয় দিবসের মাহাত্ম্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে। বিজ্ঞপ্তি