https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আজিজুল হক মানিকের ছেলে, পায়রা সমাজ কল্যাণ সংঘের সদস্য নাসিফ আলভী হক বাংলাদেশ নৌ প্রধান কর্তৃক স্বর্ণ পদক অর্জনের মাধ্যমে সাব ল্যাফটেনেন্ট পদে পদোন্নতি পাওয়ায় পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাতে নগরীর দরগাহ মহল্লা ঝরনা পাড় পায়রা এলাকায় সংঘের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, জাহাঙ্গীর আহমদ, অ্যাডভোকেট আলী মোস্তফা, মিসকাতুর নুর, সংঘের সহ-সভাপতি মারুফ আহমদ, মুফতি আব্দুল খাবির, মুহাম্মদ আনোয়ার হোসাইন, নাজমুল হক তারেক, রিপন আহমদ, লিমন আহমদ, মুফতি আব্দুল কাবি সাগর, সাহাব আহমদ, শাকিল আহমদ, আব্দুল সালাম বাবলু, শাহেদুর রহমান শাবলু, শাহীন আহমদ, ইকবাল আহমদ, আফিফ ফারাবি হক, নাযমুস সওয়াদ, নাযমুস শান প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম সহ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :