https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের ধরমপুর মাঝপাড়া ইট সলিং রাস্তার উপর দিয়ে একটি প্রভাবশালী মহল ট্রাকযোগে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে প্রতিনিয়ত যাতায়াতের কারনে রাস্তার ক্ষতি হচ্ছে। রাস্তাটি রক্ষার দাবিতে সম্প্রতি এলাকাবাসী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ধরমপুর মাঝপাড়া ইট সলিং রাস্তা দিয়ে এলাকার জনসাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের মুসল্লিগণ যাতায়াত করেন। একটি প্রভাবশালী মহল অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ট্রাকযোগে এই রাস্তা দিয়ে নেওয়ার কারনে রাস্তার ক্ষতির পাশাপাশি কৃষি জমি বিনষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে ভারী ট্রাক দ্রুতগতিতে চলাচলের কারনে গ্রামের শিশুরা দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতের মৌসুমে চতুর্দিকে ধূলাবালি উড়ে আশপাশের বাড়ীঘর ও মানুষের ওপর পড়ছে। এতে বিভিন্ন ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন শিশুসহ এলাকাবাসী।
স্মারকলিপিতে এলাকাবাসী ধরপুর মাজপাড়ার একমাত্র রাস্তটি রক্ষা, কৃষি জমি ক্ষতি থেকে রক্ষা ও এলাকাবাসীর ক্ষতির বিষয় বিবেচনা করে রাস্তা দিয়ে ট্রাকযোগে মাটি পরিবহন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, এলাকাবাসী ধরমপুর মাঝপাড়া রাস্তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ সংক্রান্ত একটি সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল এটাকে তোয়াক্কা না করে ভারী ট্রাক দিয়ে প্রতিনিয়ত মাটি পরিবহন করছে।
আপনার মতামত লিখুন :