https://shikhabd.com/google0928d57da4654288.html

কবিতা


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন /
কবিতা

আমি ফুল হবো

—– আবদুস সালাম

আমি ফুল হবো
সুরভিত সৌরভ ছড়াবো;
সেই সৌরভের সুবাস দিয়ে
পাপ-পঙ্কিলতা মোচন করে
নিষ্কলুষ হওয়ার চেষ্টা করবো।

আমি ফুল হবো
প্রেম-প্রীতির সুবাণী শুনাবো;
সেই সুবাণীর বার্তা দিয়ে
হিংসা-বিদ্বেষ দূরিভূত করে
সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করবো।

আমি ফুল হবো
আদর্শের আলো জ্বালাবো;
সেই আলোর আলোকিত গুণ দিয়ে
সমাজের অসামাজিক অপকর্ম নির্মূল করে
স্মার্ট সমাজ বিনির্মাণ করবো।

আমি ফুল হবো
স্বাধীনতার মর্মবাণী গাইবো;
সেই স্বাধীনতার স্বপ্নীল রূপ দিয়ে
রাজ্যের অসাম্য-অবিচার বিনাশ করে
সোনার বাংলার স্বাশ্বত স্বরূপ উন্মোচন করবো।

আমি ফুল হবো
উদারতার উদাহরণ সৃষ্টি করবো;
সেই উদারতার উদ্বাত্ত গল্প দিয়ে
চিত্তের দৈন্য-দীনতা পরাভূত করে
মানবিক মূল্যবোধের অধিকারী হবো।

আমি ফুল হবো
হৃদয় স্পন্দে ঢেউ তুলবো;
সেই ঢেউয়ের পরশ দিয়ে
সর্ব উর্বশীকে মূলোৎপাট করে
শুভ্রতায় শুদ্বতা করে সর্বত্র সৌন্দর্য আনবো।

আমি ফুল হবো
জ্ঞান-গরিমার স্ফূলিঙ্গ ছড়াবো;
সেই স্ফূলিঙ্গের মহত্ত্ব দিয়ে
মিথ্যা আর মূর্খতার মৃত্যু ঘটিয়ে
সত্যের ছোঁয়ায় স্বর্গ রাজ্য গড়বো।