https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট বিভাগ গণদাবী ফোরামের জরুরী সভা অনুষ্টিত


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন /
সিলেট বিভাগ গণদাবী ফোরামের জরুরী সভা অনুষ্টিত

সিলেটের উন্নয়নমূলক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক রুটে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ বিমানের বৈষম্যমূলক অযৌক্তিক ভাড়া আদায় ও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ভাড়া ধার্য্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের জন্য দাবি জানানো হয়েছে। সিলেট বিভাগ  গণদাবী ফোরামের এক জরুরী সভায় এ দাবি জানানো  হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কর্তৃক নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল  আহমদ চৌধুরী অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক মেম্বার ইরশাদ আলী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, মাস্টার আব্দুল মালিক, সংগঠক আবর মিয়া পীর, এম এ রকিব, শওকত আলী, গীতিকার বাহাউদ্দিন বাহার, এম এ জলিল, রিয়াজ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সাবের চৌধুরী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ও যাতায়াত অত্যন্ত দূরূহ হয়ে উঠেছে। সড়ক পথে সিলেট থেকে ঢাকায় যাতায়াতে কমপক্ষে ১০-১১ ঘন্টা সময় ব্যয় হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এহেন অবস্থা নিরসনে ঢাকা-সিলেট সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি জানান। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতকারী মেইল ও লোকাল ট্রেনগুলো যাতায়াত ও ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। আন্তঃনগর ট্রেনগুলোতে বগি সংকট, পানি ও লাইটের অভাব এবং ইঞ্জিন বিকল হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হওয়ায় রেল পথে যাতায়াতে যেমন দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তেমনি সিলেটের যাত্রীগণ নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। এহেন অবস্থা নিরসনে বিদ্যমান ট্রেনগুলোতে পর্যাপ্ত পানি, আলো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বগির সংখ্যা বৃদ্ধি, নতুন ইঞ্জিন সংযুক্ত করা এবং সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার লাইনে যাতায়াতের জন্য ইতোপূর্বে অনুমোদিত ২টি নতুন ট্রেন চালু করার দাবি জানান। বক্তারা বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য ও দুর্ভোগ নিরসনে সিলেট-ঢাকা অভ্যন্তরীন ফ্লাইট বৃদ্ধি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিদেশী এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদানের দাবি জানান। সিলেট বিভাগে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জরুরী ভিত্তিতে নিরসনের জন্য বক্তাগণ সরকারের কাছে দাবি জানান।