https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটের পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্যের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং পেশাগত মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, তাদের নির্ভীক ও গঠনমূলক লেখনী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব সাংবাদিকতার মূল্যবোধ রক্ষায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :