https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটসহ বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষ ২০২৫ এর শুভেচ্ছা জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমরা পেরিয়ে এলাম আরেকটা বছর। অনেক পেলাম, অনেক হারালাম। তবে নতুন বছরটাই সবচেয়ে বড় পাওয়া। আমি দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে অতীতের সবকিছু ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে কাজ করার আহ্বান জানাচ্ছি।
যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ বলেন, আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে আমরা কাজ করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে উঠুক নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে বাঙালি রচনা করে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন। নতুন বছর মানে নতুন করে অনেক কিছু করার সুযোগ। সেই সুযোগ যেন আমরা না হারাই। এসো আমরা সবাই এই প্রতিজ্ঞা করি।
তিনি নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই প্রত্যাশা কামনা করে আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ এর শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :