https://shikhabd.com/google0928d57da4654288.html
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটের হেতিমগঞ্জ এলাকার কতোয়ালপুর গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর সাখাওয়াত হোসেন পিএইচএফ, ডি-৬৫ এর ফাইনান্স কো-অর্ডিনেটর, রিপসা টিম মেম্বার, ক্লাব পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ জামাল আহমেদ পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু আরএফএসএম, ইউপি সদস্য জালাল আহমেদ, সমাজসেবী আব্দুল মজিদ, রাজু আহমেদ, চেরাগ উদ্দীন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতকালীন এই কঠিন সময়ে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন সবসময়ই মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। আর্ত-সামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন ধারাবাহিকভাবে কাজ করছে। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নের অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে ক্লাবটি নিয়মিত উদ্যোগ গ্রহণ করে থাকে। রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের এই মানবিক প্রচেষ্টা দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। পাশাপাশি অসহায়দের পাঁশে দাড়াতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :