https://shikhabd.com/google0928d57da4654288.html

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠির বিজয় দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন /
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠির বিজয় দিবসের  আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিন সুরমার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৫ ডিসম্বের) সন্ধ্যায় নগরীর মার্কাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শিল্পী গোষ্ঠির চীফ কনভেনর নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল।

কনভেনর মোঃ রুহুল আমীন রুহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসএস ইউকে’র জয়েন্ট সেক্রেটারি আজিজুর রহমান টিপু, বিএসসিসি ইউকে’র সেক্রেটারি আব্দুল আলিম, সিলেট সুরমা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা, প্রাক্তন ক্রিকেটার ইনতিয়াজ আহমদ জগলু, সমাজকল্যাণ সংগঠক সুজন আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কনভেনর মোঃ ইকবাল কামাল ও কালচারাল অর্গ্যানাইজার কাকলী দত্ত চক্রবর্তী মুন্নী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কনভেনর জালাল উদ্দিন জেসলু, আব্দুল কাদির, রফিক মিয়া, নাসির উদ্দিন, অপু আহমদ, রকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিল্পী গোষ্ঠির নেতৃবৃন্দ।

পরিশেষে শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় অতিথিবৃন্দ দক্ষিন সুরমার সাংস্কৃতিক অঙ্গনের মান উন্নয়নের ক্ষেত্রে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠির  সর্বাত্বক প্রচেষ্ঠার ভূয়সী প্রশংসা করে বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী এই আয়োজনের মাধ্যমে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাদের প্রচেষ্টা শুধু শিল্প-সংস্কৃতির উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম জাগিয়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এই অনুষ্ঠান দক্ষিণ সুরমার সংস্কৃতিপ্রেমী মানুষের মনে বিজয়ের অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে এবং সপ্তবর্ণের এই ঐতিহ্যবাহী আয়োজন আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।