https://shikhabd.com/google0928d57da4654288.html
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শীতবস্ত্র, কম্বল শনিবার (২৮ ডিসেম্বর) নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত হয়।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রিন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট মো. রাকিব আলি খান, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ, সমাজসেবক শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, মালিহা ফেরদৌস চৌধুরী, দেওয়ান তাইফ চৌধুরী, দেওয়ান নাজিফ চৌধুরী, আমেনা খাতুন তুলি প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের শীত নিবারণ ও জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ও বঞ্চিত মানুষকে কর্মক্ষেত্রে স্বাবলম্বী করতে সমিতির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে বঞ্চিত মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। বক্তারা প্রাচীনতম সংগঠন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটর মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে আরো বেশি কাজ করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :