https://shikhabd.com/google0928d57da4654288.html

মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী তেরা মিয়ার ইন্তেকাল


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন /
মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী তেরা মিয়ার ইন্তেকাল

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে : বালাগঞ্জ উপজেলার মোরারবাজারের শাহজালাল শপিংমলের স্বত্তাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় সুলতানপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী তেরা মিয়া (৮৮) আর নেই। তিনি আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৮পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভোগছিলেন।

এদিকে আজ বুধবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর স্থানীয় আহমদপুর সুলতানপুর নিজ গহরপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় গহরপুর জামিয়া শায়খুল হাদিস আব্দুল হাই উমরপুরী, উস্তাদুল বোখারী হাফিজ সালেহ আহমদ, মুহাদ্দিস আব্দুল কাইয়ুম হাজীপুরী, প্রধান মুফতি আব্দুল্লাহ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) এডভোকেট ইকবাল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।