https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন পত্র প্রদান করা হয়।
মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মনির উদ্দিন আহমদ শিক্ষা ট্রাস্টের সহ-সভাপতি নাদির আহমদ, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল কামাল হোসেন, অভিভাবক সদস্য এটিএম মাসুদ চৌধুরী, জামিলুর রহমান ও রজিনা বেগম, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা, কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা পদ দত্ত, আল-হেরা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, ইকবাল একাডেমির শিক্ষক আরিফ আহমদ, সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন শাহাব, ডা. সালেহ আহমদ, মনির আহমদ একাডেমির সিনিয়র শিক্ষক মুখলেছুর রহমান, আরজিনা আক্তার, সহকারী শিক্ষক ছালাহ উদ্দিন, ওয়াকিল আহমদ, হযরত আলী, পলাশ দাশ, আইন উদ্দীন, লাভলী আক্তার, সজল মালাকার, একাডেমির জুনিয়র সেকশনের ইনচার্জ মনিরুজ্জামান সুমন, সহকারী শিক্ষক নাহিদ ইসলাম, রুমন খাঁন, মুহিবুস সামাদ, রুহিনা খানম দিপা, দিপালী রানী, সুফিয়া আক্তার, সুমা বেগম, সাইদা বেগম, নাঈমা বেগম, একাডেমির অফিস সহকারী কাম একাউন্টস মো. মতিউর রহমান প্রমুখ।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রদীপ জ্বালিয়ে মনির আহমদ একাডেমি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করতে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে আগামীতেও এ বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামীতে মনির উদ্দিন আহমদ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত বৃত্তিপরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ক্লাসের একজন শিক্ষার্থীকে সারাবছরের খরচের জন্য বৃত্তি দেয়া হবে।
আপনার মতামত লিখুন :