https://shikhabd.com/google0928d57da4654288.html
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র নেতৃবৃন্দ হাছন উৎসব উদযাপন কমিটি সিলেটের আহবায়ক জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর লামাবাজারস্থ সালেহা আই কেয়ারে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়জিদ খান জিডিএফ’র দাতা সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক শারমিন আক্তার রেবা। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির আয়োজনে হাছন উৎসব ২০২৪-এ জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে উপস্থাপন ও হাছন উৎসবে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনকে বিশেষ সম্মানতা প্রদ্রান করায় বায়জীদ খান ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, প্রতিবন্ধী মানুষদের আপনজন ভেবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে কার্যক্রমের মাধ্যমে প্রচারনা করলে প্্রতিবন্ধী শিক্ষার্থরা উপকৃত হবেন। তিনি প্রতিবন্ধী মানুষদের ভালোবেসে স¦ স্ব অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে মানবসম্পদে পরিণত করতে সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
আপনার মতামত লিখুন :