https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেটে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির শীতকালীন ক্যাম্প, রেজিস্ট্রেশন ২৬ ডিসেম্বর


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১:২৭ অপরাহ্ন /
সিলেটে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির শীতকালীন ক্যাম্প, রেজিস্ট্রেশন ২৬ ডিসেম্বর

সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় অবস্থিত চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ‘মার্শাল আর্ট শীতকালীন ক্যাম্প’। এই ক্যাম্পটি শুরু হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন আত্মরক্ষার কৌশলসহ শারীরিক ও মানসিক উন্নতির বিশেষ পদ্ধতি।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২৬ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করলে অংশগ্রহণকারীরা পাবেন একটি বিশেষ মার্শাল আর্টের টি-শার্ট এবং প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সনদ। প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুকদের এই নির্ধারিত সময়ের মধ্যেই নাম নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মোঃ আনোয়ার হোসেন বলেন, “মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার একটি মাধ্যম নয়, এটি শারীরিক ফিটনেস ও মানসিক শক্তি বৃদ্ধির অন্যতম পন্থা। এটি শিশুদের জন্য শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে এবং বড়দের জন্য স্ট্রেস মুক্ত জীবনের কার্যকর একটি উপায়।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ক্যাম্পে বয়সভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, এবং মেয়েদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা প্রদান করা হবে, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষকরা বেসিক থেকে উন্নত স্তরের সেল্ফডিফেন্স কৌশল শেখাবেন। এটি সবার জন্য একটি অসাধারণ সুযোগ।”
এই ক্যাম্পে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করতে হবে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে। বিস্তারিত জানতে যোগাযোগ করুণ ০১৭১৯৯২৪৪৭১।
আত্মরক্ষা শেখার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই শীতকালীন ক্যাম্প একটি চমৎকার সুযোগ। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং বিশেষায়িত প্রশিক্ষণের অংশ হয়ে উঠুন। বিজ্ঞপ্তি