https://shikhabd.com/google0928d57da4654288.html

আজম আলী মসজিদ উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন /
আজম আলী মসজিদ উদ্বোধন

মাওলানা আজম আলী মসজিদ উদ্বোধন

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে : ওসমানীনগর উপজেলার খাগদিওর, খালিয়া, সামরখাল সংলগ্ন নতুন প্রতিষ্ঠিত মাওলানা আজম আলী মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজু। সভাপতিত্ব করেন মাওলানা আজম আলী ওয়েলফেয়ার উন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মাহফুজুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার উস্তাদুল বোখারি হাফিজ মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, মুহাদ্দিস আব্দুল কাইয়ুম হাজীপুরী, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামি মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মুফতি ছিদ্দিকুর রহমান ছুফি, মসজিদ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোস্তাকিম বিল্লাহ কারিম প্রমুখ। উল্লেখ্য : ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।