https://shikhabd.com/google0928d57da4654288.html

কোম্পানীগঞ্জে এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন /
কোম্পানীগঞ্জে এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইউএসএআইডি’র অর্থায়নে এবং সেভ দি চিলড্রেন সংস্থার সহযোগীতায় ও এফআইভিডিবি’র বাস্তবায়নে ‘স্ট্রেন্দেনিং লোকাল লিডারশিপ টু প্রমোট রেজিলিয়েন্স, রিকোভারি অ্যান্ড ইফেকটিভ রেসপন্স ফর দ্যা  ভালনারেবল কমিউনিটিস সিলেট রিজিওন অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রকল্পের কার্যক্রমের ভুয়ষী প্রশংসা করেন এবং উক্ত প্রকল্পের কাজে জড়িত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমার মতে এফআইভিডিবি সততা ও সম্মানের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমি আশা করি ভবিষ্যতে তা বজায় থাকবে। প্রকল্পের কার্যক্রমে সর্বাত্বক সহযোগিতা করার জন্য প্রধান অতিথি আশ্বাস প্রদান করেন এবং তিনি বলেন এফআইভিডি আসার পর কোম্পানীগঞ্জ উপজেলার এনজিও কার্যক্রমের গতি বৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় লিডারশীপ বৃদ্ধি পাবে এবং যেকোন দুর্যোগের সময় তারা মানুষকে সহযোগিতা করতে পারবেন।
সভাপতিত্ব করেন সেভ দ্যা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার কিউ. ই. দিলদার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো: বদিউজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু সাঈদ মিয়া এবং উপজেলার বিভিন্ন বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাইমস এর প্রজেক্ট অফিসার আনিকা তাবাস্সুম ও সাবরিনা সুলতানা এবং বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন। সভা সঞ্চালনা করেন এফআইভিডিবি-বিএইচএ এর প্রজেক্ট অফিসার মো: মোছাব্বের রহমান এবং প্রজেক্ট প্রেজেন্টেশন শেয়ার করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ফুজায়েল আহমদ। সভার নোট কিপার হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার লাইভলিহোড এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আরিফ রব্বানী এবং সার্বিক সহোযোহিতায় ছিলেন কোম্পানীগঞ্জ এর ফিল্ড ফ্যাসিলিটেটর আবু বকর সিদ্দিকি, সজিব আচার্য, অনিন্দিতা রানী দেব পুজা ও রোজিনা বেগম । 
সভায় বক্তারা বলেন, এফআইভিডিবি ১৯৮১ সাল থেকে সিলেট অঞ্চলে একটি শীর্ষস্থানীয় এনজিও হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতায়ন, জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে এবং বিভিন্ন কর্মসূচিসহ সরকারের সাথে সক্রিয় ও ঘনিষ্ঠ  উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। বিএইচএ প্রকল্প সিলেট জেলার জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ডিজাস্টার রিস্ক রিডাকসান পলিসি এন্ড প্রাক্টিস ও সচেতনতার বিষয়ে কাজ করবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহিষ্ণুতা, পুনরুদ্ধার ও কার্যকর প্রতিক্রিয়া প্রচারের জন্য ও দূর্যোগ বিষয়ে স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার  জন্য এই প্রকল্পটি একটি বাস্তবমুখী প্রয়াস হবে। যার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের নির্দিষ্ট বিষয়ে নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন ও স্থায়িত্বশীল উন্নয়ন সাধিত হবে এবং জাতীয় লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে।