https://shikhabd.com/google0928d57da4654288.html
শুক্রবার (২০ ডিসেম্বর) দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে অন্তরবর্তীকালীন বিপ্লবী সরকারের কৃষি ও ভুমি উপদেষ্টা, দেশের সিনিয়র এডভোকেট এস এম আরিফের মৃত্যুতে গভীর দুঃখ শোক প্রকাশ করে এক বার্তায় বলেন ২০০৭ সালে জনপ্রিয় ওয়ান ইলিভেন সরকারের উপদেষ্টা থাকাকালে তার ভূমিকা ছিল খুবি সাহসী। ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠায় উচ্চ আদালত অঙ্গনে তিনি সবার এক মধ্যমণি ছিলেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৪ এর অবভূতপূর্ব বিশ্বসেরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বিপ্লবী অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে প্রয়াত হাসান আরিফের মৃত্যু অপুরনীয় ক্ষতি হয়ে গেল। যা সহজে পূরণ হবার নয়। মোটকথা দেশবাসী সাচ্চা এক দেশ প্রেমিক জাতীয় ব্যক্তিত্ব ও অভিভাবক-কে হারালো। নেতৃবৃন্দ মরহুমের জান্নাতে মাকাম কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপরদিকে এক বিবৃতিতে রাজধানীর পূর্বাচলে গাড়ি চাপায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও সিলেটসহ দেশের বিভিন্ন সড়কে বনি আদমদের নির্মম মৃত্যুর ঘটনার গভীর উদ্বেগ উৎকন্টা প্রকাশ বলেন সড়কে অব্যাহতভাবে বনি আদমদের নির্মম মৃত্যুটা ঘটনাটা কেন নিয়ন্ত্রণ হচ্ছে না তা বোধগম্য নয়। নেতৃবৃন্দ বুয়েটের শিক্ষার্থী মাসুদের হত্যাকারী, সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে, বেপরোয়া চালক রবিন চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জোর দাবী করে বলেন, কোনভাবেই যেন এই ঘটনা ধামাচাপা না পড়ে সেই ব্যাপারে শিক্ষার্থীদের সর্বদা চৌকন্না থাকার আহ্বান জানান। নিহত শিক্ষার্থী মাসুদের সাথে আহতসহ সকলের সুচিকিৎসা নিশ্চিত করার তোর দাবি জানান। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :