https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন /
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর উদ্যোগে নগরীতে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন শ্রমিক নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক সোবহান আহমদ, সদস্য মোবারক আলী, শুক্রর আলী, আইয়ুব আলী, মোবারক আলী, শের আলম, ওলিউর রহমান, মানিক মিয়া, আলমগীর হোসেন সালমান, রুবেল আহমদ প্রমুখ।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশে অনেক সরকার আসা যাওয়ার করছে কিন্তুু শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোন উপকার আসছেনা।
ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন এবং শ্রমিকদের জীবন মান উন্নয়ন ও কল্যাণে কাজ করবে এমন সরকার আমরা চাই। তিনি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সর্বস্তরের শ্রমিকদের কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি