https://shikhabd.com/google0928d57da4654288.html
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সিলেটে মশাল মিছিল করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান ও সহ-সাধারণ সম্পাদক রাহাত আহমদ এর যৌথ পরিচালনায় মশাল মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশাহিদুল ইসলাম মাহী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা সরকার মোহাম্মদ ফাহিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা কাওসার আহমদ, আবু তানিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা নাঈমুর রহমান তালুকদার নাফিস, এহসান আহমদ রিফাত, মিফতা উদ্দিন রাতুল, ফুয়াদ হাসান, মো: জাকারিয়া আহমেদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা সৈয়দ জাকারিয়া আহমদ, রায়হান আলম পুলক, লিডিং ইউনিভার্সিটি ছাত্রদল নেতা, নাসির উদ্দিন খান, আহনাফ মহসিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা বুলবুল হোসেন, বদরুল আলম, নওসাদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। গত জুলাই বিপ্লবে ভারতের তাবেদার স্বৈরাচার হাসিনাকে গণঅভ্যুন্থানে বিদায় করে এদেশের মানুষ প্রমাণ করেছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশীরা ছাড় দেয় না। তাই ভারতকে মনে রাখতে হবে তাদের আগ্রাসন এবং তাদের আধিপত্যবাদী নীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমাদের সম্মান, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না। সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আমরা বার্তা পাঠাতে চাই যে, ভারত অবিলম্বে তাদের আগ্রাসী আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দিবে।
আপনার মতামত লিখুন :