https://shikhabd.com/google0928d57da4654288.html

ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ ইংলিশ এসেসম্যান্ট প্রোগ্রামের উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন /
ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ ইংলিশ এসেসম্যান্ট প্রোগ্রামের উদ্বোধন

সিলেটের ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ ইংলিশ এসেসম্যান্ট প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকায় স্কুল ক্যাম্পাসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যামব্রিজের কান্ট্রি ডাইরেক্টর শাহিন রেজা। ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক সৈয়দ সামিত সোয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সহকারী পরিচালক মো. তানজিমুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটে এই প্রথম শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ইংলিশ শিখার নিশ্চয়তা দিতে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত ক্যামব্রিজ ইংলিশ এসেসমেন্ট প্রোগ্রামটি যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যামব্রিজ ইংলিশ এসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আইএলটিএস না দিয়েও বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পাবেন। এই ইংলিশ প্রোগ্রামটি ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বছর শেষে শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হবে। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীরা ইংলিশে পারদর্শী হলে বিশ্বের যেকোন দেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। শিক্ষার্থীদের কাছে ইংলিশ শিক্ষা সহজীকরণ করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় পারদর্শী করতে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যা প্রশংসনীয়।