https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট ১০ কি.মি ট্রেইল রান-২০২৪ এ মো.আরিফ উদ্দিন ওলির ফিনিশিং পদক অর্জন


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ন /
সিলেট ১০ কি.মি ট্রেইল রান-২০২৪ এ মো.আরিফ উদ্দিন ওলির ফিনিশিং পদক অর্জন

সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিলেট ১০ কি.মি ট্রেইল রান-২০২৪-এ সিলেটের  মো. আরিফ উদ্দিন ওলি সফলভাবে ফিনিশিং পদক অর্জন করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের মনোমুগ্ধকর মালনীছড়া চা বাগান থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সবুজ প্রকৃতির আঁকাবাঁকা পথ আর টিলার সৌন্দর্যের মধ্য দিয়ে ১০ কিলোমিটারের এই দৌড় শেষ হয় হিলুয়া চা বাগানের স্কুল মাঠে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ দৌড়বিদ অংশ নেন, যাঁদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন।
মো.আরিফ উদ্দিন ওলির এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সিলেটবাসী এবং বাংলাদেশের জন্য গর্বের। তিনি এছাড়া ম্যারাথন সহ বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ড, ইয়োগাসহ আরো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যেই গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
প্রতিযোগিতা শেষে মো.আরিফ উদ্দিন ওলি জানান, এ অর্জন আমার জীবনের অন্যতম একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন সারা বাংলাদেশের। এই আয়োজন সিলেটবাসীর জন্য যেমন আনন্দের, তেমনি দেশের দৌড়বিদদের নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। সিলেট রানার্স কমিউনিটির এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আয়োজনের পথ সুগম করবে বলে আশা করা যাচ্ছে। মো.আরিফ উদ্দিন (ওলি) ধৈর্য এবং শারীরিক সামর্থ্যের পরিচয় দিয়েছেন। সিলেটের পাহাড়ি পথ, খাড়া উঁচু-নিচু ট্রেইল এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে  ১০ কি.মি দৌড় শেষ করেছেন।  ভবিষ্যতেও এরকম আয়োজনে অংশ নিতে চাই । এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই অনুপ্রেরণামূলক অর্জন নতুন প্রজন্মকে শারীরিক স্বাস্থ্য ও অ্যাডভেঞ্চারমূলক খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে আমি মনে করি। পুরো দেশের অ্যাথলেটিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রকে আরও প্রসারিত করার সুযোগ সৃষ্টি করেছে ।