https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেটে খান অটোস-এ সুজুকি ২৫০ সিসির বাইক উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন /
সিলেটে খান অটোস-এ সুজুকি ২৫০ সিসির বাইক উদ্বোধন

সিলেট খান অটোস শোরুমে মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের দ্রুততম মোটর বাইক উদ্বোধন করা হয়েছে।
গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ খান অটোস এর শোরুমে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পি। বক্তব্য রাখেন খান অটোস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম, সাকেল খান ও ফাহিম খান, সুজুকি বাংলাদেশের সার্ভিস ম্যানেজার আবু জাফর, খান অটোস এর সেলস্ ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিলেট বাইকিং কমিউনিটি সহ সিলেটের সকল সুজুকি লাভার বাইকারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খান অটোস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম অতিথিবৃন্দকে সাথে নিয়ে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সুজুকি বাজারে বিভিন্ন মডেলের বাইক বাজারজাত করে যাচ্ছে। গ্রাহকদের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে সুজুকি জিক্সার ২৫০ সিরিজ বাংলাদেশে এসেছে। নতুন ও দৃষ্টি নন্দন মোটর বাইকটি গ্রাহকদের মন জয় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
খান অটোস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম জানান, বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে জিক্সার ২৫০। অন্যদিকে, জিক্সার এসএফ ২৫০ চারটি অনন্য রঙে পাওয়া যাবে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩,৯৯,৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪,৪৯,৯৫০ টাকা। তিনি গ্রাহকদেরকে সুজুকি মোটরবাইক ক্রয় করার জন্য নগরীর সোবহানীঘাটস্থ খান অটোস এর শোরুমে আসার আহবান জানান।