https://shikhabd.com/google0928d57da4654288.html
ফারুক আহমেদ চৌধুরী :: মানুষ মানুষের জন্য,, জীবন জীবনের জন্য,, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না,,এই কথার আলোকে গুরুতর অসুস্থ ইমরানকে বাঁচাতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেই।
সিলেট নগরীর পশ্চিম কাজলশাহর বাসিন্দা ইমরানের কিডনী রোগর চিকিৎসার জন্য মানবিক সাহায্য সহায়তা কামনা। কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শহরতলীর জাংগাইলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইমরান। যদিও জন্মস্থান সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায়। তবে বর্তমানে সিলেট সদর উপজেলার জাংগাইলে বসবাস।
কিডনি রোগে আক্রান্ত ইমরান আহমদ, বলেন আমি বাঁচতে চাই। অন্যদের মতো আমি ও পৃথিবীর আলো বাতাসে ঘুরে বেড়াতে চাই। আমার উন্নত চিকিৎসার জন্য ৩/৪ লাখ টাকার প্রয়োজন। আমার পরিবারের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই সিলেটবাসীসহ দেশ-বিদেশের সকলের আর্থিক সহযোগিতা কামনা করি।
এব্যাপার ইমরানের লায়লা বেগম বলেন,আমি একজন গরীব, অসহায়, বিধবা মহিলা। আমার ৫ পূত্র ও ২ কন্যা সন্তান রয়েছে। ইমরান আমার ছোট ছেলে বিগত ৫/৬ মাস যাবত কিডনীর জটিল রোগে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সহ প্রাইভেট হাসপাতালে ও ডাক্তারে চিকিৎসা নিচ্ছি। বেশ কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে ডায়লসিস করা লাগে। অনেক ব্যায়বহুল চিকিৎসা ও ঔষধ প্রয়োজন। ছেলের চিকিৎসা করাতে আমি সরকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। প্রায় ১ লক্ষ টাকা ধার করেছি, কিন্তু ছেলেকে বাচিয়ে রাখতে সপ্তাহে ২ বার ডায়ালাইসিস ও ঔষধপত্র চালিয়ে যেতে হবে। তাই আমি নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হলাম। হাসপাতালে প্রতি ডায়ালাইসিসে রক্ত, ঔষধ, সরঞ্জাম বাবত ব্যায় হয় ৫/৬ হাজার টাকা। তাই আমার ছেলের চিকিৎসায় সরকারী সহায়তার জন্য আবেদন করিলাম। আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসুন।
ইমরানের মা লায়লা বেগম,মোবাইল নং- ০১৭৪৩ ১৯৯৭০৫ সুলতান আহমদ বিকাশ নাম্বার
মোবাইল নং- ০১৭৯৫ ৩৫৫৪৭৬
আপনার মতামত লিখুন :