https://shikhabd.com/google0928d57da4654288.html
জয়দীপ চক্রবর্তী : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অবসরপ্রাপ্ত সুনামধন্য শিক্ষক কৃপাসিন্ধু ভট্টাচার্য্য ১৬ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ মি: সময় মৃত্যু বরণ করেন।
স্বর্গীয় কৃপাসিন্ধু ভট্টাচার্য বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে দূরারগ্য রোগে ভোগছিলেন। বিগত কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। ক্রমশই তাহার শারিরীক অবস্তার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্তানান্তর করা হয় এবং ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান, বড় ছেলে কৌশিক ভট্টাচর্য্য বপান মঝো ছেলে কিশোর ভট্টাচার্য্য জনি ছুট ছেলে কিরন্ময় ভট্টাচার্য্য পাভেল ও স্ত্রী গৌরি ভট্টাচার্য সহ ছেলে বৌ নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর । তিনির মৃতদেহ তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার কর্নিগ্রামের নিজ বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তিনি খুবই আন্তরিক সতনিষ্ট বিনয়ী ও জ্ঞানী শিক্ষক ছিলেন, তিনির আদলে পরিবার সাজিয়ে ছিলেন এবং তার প্রতিটি সন্তান সত্যনিষ্ট ও বাবার মত আদর্শ বান বানিয়েছেন।
উনার মৃত্যুতে ” শিখা বিডি.কম পরিবার ” গভীর ভাবে শোকাহত ও মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করছি।
আপনার মতামত লিখুন :