ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপে) মনোনীত হলেন কবি রশিদ আহমদ


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৮:২২ পূর্বাহ্ন /
ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপে) মনোনীত হলেন কবি রশিদ আহমদ

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া: নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:: ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপে) মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সুনাম ধণ্য কবি রশিদ আহমদ।

তার এই সাফল্যের বিষয় নিয়ে ডাক বাংলা সাহিত্য একাডেমিতে জানতে চাইলে ডাক বাংলা সাহিত্য একাডেমির কমিটির আহবায়ক জনাব মো: আনোয়ার হোসেন জানান ডাক বাংলা সাহিত্য একাডেমিতে ডাক বাংলা লেখক পুরস্কার প্রদানের লক্ষ্যে সংস্কৃতি, কবিতা, শিক্ষা, গীতিকবিতা, সম্পদনা বিষয় নিয়ে ডাক বাংলা সাহিত্য একাডেমিতে ডাক বাংলা লেখক পুরস্কারের আয়োজন করেন। সেখানে জেলা উপজেলা থেকে কবি ও সাহিত্যবিদরা অংশগ্রহণ করেন। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় একাডেমির কেন্দ্রীয় কার্যলয়ে বোর্ড সভায় বিচার বিশ্লেষণ ও যাচাই বাছাই করে ১০ জান লেখককে চুড়ান্ত ভাবে ডাক বাংলা লেখক পুরস্কারে (২য় ধাপে) নির্বাচন করেন। সেখানে নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে কবি রশিদ আহমদও সম্পাদনা বিষয় নিয়ে নির্বাচিত হয়।
কবি রশিদ আহমদ এর কাছ থেকে জানা যায় ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধপে) সম্পদনায় অংশ গ্রহণ করেন। এতে ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪( ২য় ধাপে) সম্পদনায় কবি রশিদ আহমদ মনোনীত হন।
কবি রশিদ আহমদ আরো জানান, মায়ানমারের পাশেবর্তী অবহেলিত এই নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যে যাতে সাহিত্যের রূপ ছড়িয়ে পড়ে, এবং ছাত্র ছাত্রীদের সাহিত্যের প্রেমে গড়ে তুলতে পারে তাই কবি রশিদ আহমদের এই প্রত্যাশা।

পরিশেষে কবি রশিদ আহমদ আরো জানান, তার এই সাফল্যের জন্য যারা বিচার বিশ্লেষণ করে আজ এই ডাক বাংলা লেখক পুরস্কারে (২য় ধাপে) মনোনীত করেছেন তাদের সকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।