আবুহায়াত আহমেদ (সুনামগঞ্জ): তাহিরপুরের বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর প্রি-ওয়ার্ক জরিপ কাজ চলছে। এ বছর তাহিরপুর উপজেলায় অত্যাধুনিক প্রযুক্তি সার্ভে মেশিন ‘আরটিকে’ ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ চলছে। জরিপ কাজ সমাপ্ত করতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ নির্মাণের হাওরগুলো হলো- শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, বর্ধিত গুরমা হাওর ও বর্ধিত মাটিয়ান হাওর।
বুধবার বর্ধিত গুরমার হাওরে জরিপ কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট এর মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো. আবুল হাসেম প্রমুখ।
মহালিয়া হাওরপাড়ের সুলেমানপুর গ্রামের কৃষক সাবেক ইউপি সদস্য হাবুল মিয়া বলেন, হাওর থেকে দ্রুত পানি সরানোর জন্য সরেজমিন পরিদর্শন করে খাল কেটে দেয়ার সময় এখনই। হাওর থেকে দ্রুত পানি সরে গেলে বোর রোপন কাজ আরও ১৫ দিন এগিয়ে যাবে। এতে করে কৃষকরা আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে বলে জানান তিনি ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, এ বছর তাহিরপুর উপজেলায় অত্যাধুনিক প্রযুক্তিতে সার্ভে মেশিন ‘আরটিকে’ ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল হাওরের সার্ভে কাজ শেষ করে স্কীম প্রণয়ন করা যাবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :