https://shikhabd.com/google0928d57da4654288.html

যেভাবে রবিশঙ্কর ‘কে হঠিয়ে গান বাংলা ‘র চেয়ারম্যান হলেন তাপস


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ন /
যেভাবে রবিশঙ্কর ‘কে হঠিয়ে গান বাংলা ‘র চেয়ারম্যান হলেন তাপস

গান বাংলা টিভি হাইজ্যাক করে

তাপসের অনৈতিক কাজ

নিজস্ব প্রতিবেদক, আদালত: গান বাংলা চ্যানেলটি ছিল শুধু গানের জন্য। আর এ চ্যানেলের মালিকানা ছিল আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীর। ২০১১ সালের ২৪ অক্টোবর তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশনের লাইসেন্স পান রবিশঙ্কর। এর পরের বছর ১ জুলাই কৌশিক হোসেন তাপস আর তার স্ত্রী ফারজানা মুন্নী ৮০ লাখ টাকার শেয়ার কিনে গান বাংলার শেয়ারহোল্ডার হয়ে যান।

কয়েক দিন পর রবিশঙ্করকে একটি মিথ্যা মামলায় জড়ান তাপস। সেই মামলার কারসাজিতে গান বাংলার সবকিছু নিজের আয়ত্তে নেন। তবে এ কাজে বেশি ব্যবহার করতেন ফারজানা মুন্নীকে। মুন্নী একসময় শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবে কাজ করেছেন। সেই সুবাদে তার যাতায়াত ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়িতে।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় একজন আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার তাপসকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গান বাংলার নাম করে ইউক্রেনসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী আনত তাপস। সেই নারীদের অনৈতিক কাজে বাধ্য করা হতো বলে অভিযোগ করেছেন একাধিক বিদেশিনী। কিন্তু আওয়ামী লীগের দাপটে সহজে মুখ খোলার সাহস পাননি তারা। তাপসের ওপরে ওঠার সিঁড়ি হয়ে ওঠেন এসব বিদেশি তরুণী। তাদের বেশিরভাগই বেহালা ও বাঁশি বাজাতেন। তারা বেশিরভাগই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে অংশ নিলেও আড়ালে চলত অনৈতিক কাজ।

ফারজানা মুন্নী বয়সে তাপসের বড় হলেও শুধু তার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় তাকে বিয়ে করেন। তবে বিয়ের আগে মুন্নীর বড় মেয়েকে প্রাইভেট পড়াতেন বলে জানা গেছে।

বিদেশি শিল্পী ঢাকায় আনা নিয়ে সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি থাকা সত্ত্বেও ২০২২ সালে মার্চ মাসে ফারজানাকে কাজে লাগিয়ে একসময়ের পর্ণ তারকা ও পরে ভারতীয় চলচিত্রের অভিনেত্রী সানি লিওনকে ঢাকায় নিয়ে আসেন তাপস। যুক্তি দেখানো হয়, অভিনয়ের জন্য নয়, তাপস-মুন্নীর মেয়ের বিয়ের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। ওই বিয়ের অনুষ্ঠানে নাচবেন সানি লিওন।

এদিকে ২০২৩ সালে তাপসের একটি ঘটনায় ক্ষুব্ধ হন মুন্নী। ঘটনাটি ছিল নায়িকা শবনম বুবলী এবং অপু বিশ্বাসের সঙ্গে অনৈতিক সম্পর্ক। এ নিয়ে সে সময় একটি কল রেকর্ড ফাঁস হয়।

একাধিক সূত্রে জানা গেছে, গান বাংলা নামে গানের চ্যানেল থাকলেও এ চ্যানেলে রাতভর চলত বিভিন্ন অনৈতিক কাজ, যা তার স্ত্রী নিজে চোখে দেখে বারবার তাকে সাবধান করে দেন। কিন্তু তাপস এতটাই বেপরোয়া ছিলেন যে, তার কাছে কোনো আপত্তিই সেই সময়ে বিবেচনার বিষয় ছিল না। তিনি ওপরে ওঠার জন্য মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বেশ কয়েকজন বিদেশি তরুণীকে। এমনকি দেশের প্রথম সারির কয়েকজন নায়িকাকেও ব্যবহার করেছেন বলে গুঞ্জন রয়েছে।

হত্যাচেষ্টা মামলায় কারাগারে: এদিকে হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মো. মহিববুল্লাহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে এদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে একই দিনে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ওই কর্মসূচিতে হামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় তাপসকেও আসামি করা হয়।