https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ বলেছেন, পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে গ্রাহকদের সেবার মান আরো এগিয়ে নিতে হবে। পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি গ্রাহকসেবার মান বৃদ্ধি, প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন এবং নিরাপদ ব্যাংকিংয়ে এরই মধ্যে গ্রাহকদের মধ্যে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। পূবালী ব্যাংক একটি স্বচ্ছ নীতির অধীনে পরিচালিত হয় এবং দৃঢ়ভাবে করপোরেট সুশাসনে বিশ্বাস করে। পূবালী ব্যাংকের অভিজ্ঞতা, মূল্যবোধ, নৈতিকতা গ্রাহকদের সর্বোত্তম স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে আমাদের উদ্বুদ্ধ করে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পূবালী ব্যাংকের সব শাখায় ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকল গ্রাহকদের এই কার্যক্রমের আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার নান্দনিক সাজে ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি ও অন্য অতিথিদের সাথে নিয়ে কেক ও ফিতা কেটে নব আংঙ্গিকে সজ্জ্বিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মোঃ জালাল উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমরেন্দ্র নাথ রায়, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার সমীরণ কুমার নাথ। অনুষ্ঠান শুরুতে ইসলামী ব্যাংকিং নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কাশেম মিলন, এরশাদুল হক, আব্দুর রহমান, মো. বুরহান উদ্দিন, মো. গোলাম কিবরিয়া খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শালিক বিল্লাহ। দোয়া পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসেন আহমদ। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :