জেল হত্যা দিবস আজ


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ২:০৯ অপরাহ্ন /
জেল হত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সম্প্রসারিত অংশ হিসেবে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ফাইল ছবি

ডেস্ক:: শীতের কুয়াশা ভেদ করে তখনও ফোটেনি ভোরের আলো। নিকষ আঁধারের মাঝে হঠাৎই মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত ঢাকা কেন্দ্রীয় কারাগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে বাঙালির আরও একটি কলঙ্কিত অধ্যায়।

হত্যা করা হয় কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী প্রাণ হারান ঘাতকের বুলেটে।
 
জাতীয় চার নেতার রাজনৈতিক জীবন সমর্পিত ছিল দেশ ও মানুষের কল্যাণে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। বিজয় থেকে রাষ্ট্র নির্মাণেও তারা ছিলেন কান্ডারীর ভূমিকায়। এত সফলতা এবং ত্যাগের পরও তাদের।
 
চার নেতার সন্তানরা হারিয়েছেন তাদের পিতাকে। দেশ হারিয়েছে তারা শ্রেষ্ঠ সন্তানদের। চার নেতা হত্যাকাণ্ডে আত্মস্বীকৃত খুনীদের বিচারের মুখোমুখি করা গেলেও সবার শাস্তি কার্যকর হয়নি আজও। কেবলই দীর্ঘায়িত হচ্ছে ন্যায় বিচারের অপেক্ষার প্রহর।
 
কলঙ্কজনক এই অধ্যায় শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে বাঙ্গালি জাতি।