https://shikhabd.com/google0928d57da4654288.html

ছাতক থানার বিশেষ অভিযান ৪২৭৫ মি. লি. মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন /
ছাতক থানার বিশেষ অভিযান ৪২৭৫ মি. লি. মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার

সাজ্জাদ মাহমুদ মনির,ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২৭৫ মি. লি. মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি সুমন মিয়া ওরফে রাসেল মিয়াকে মদ সহ গ্রেফতার করেন ছাতক থানার এস আই (নিরস্ত্র)  আখতারুজ্জামান। মাদক কারবারি সুমন মিয়া ওরফে রাসেল মিয়া বিশ্বনাথ থানার নরসিংহপুর গ্রামের মনির মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  সন্ধ্যায়  সিলেট – সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পুরান বাজারের রাম

পুর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা করে মদ সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে তার জিম্মায় থাকা ভারতীয় ১৪ বোতল এসিব্ল্যাক মদ উদ্ধার ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় এসিব্ল্যাক ১৪ বোতল ৪২৭৫ মি.লি. মদ উদ্ধার ও সিএনজি চালিত একটা অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিয়া প্রকাশ রাসেল মিয়ার (২৮) বিরুদ্ধে ছাতক থানায় মাদক আইনে একটি  মামলা দায়ের করেছেন এস আই মোঃ আখতারুজ্জামান। ##