সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন /
সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাজের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভাল থাকে। যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। তাই নিজ নিজ পেশার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশ সরকার খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।

সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দরবাজারস্থ ক্লাবের ব্রিলিয়াট রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক, ক্রীড়া বিভাগ মুফতি এ এস শামীম আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক, ব্যবস্থাপনা বিভাগ আব্দুল্লাহ আহমদ সহ ক্লাবের নবীন-প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ক্লাবের বার্ষিক অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।